
নিজেস্ব প্রতিনিধি, কার্নাল: ফের লাইনচ্যুত হল ট্রেন। হরিয়ানার তারাওরি রেলওয়ে স্টেশনে একটি খালি পণ্যবাহী ট্রেনের আটটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। রেল সূত্রে খবর মঙ্গলবার ভোরে এই দুঘর্টনা ঘটে। কোনো আহত বা হতাহতের খবর নেই। তবে কার্নাল তারাওরি রেল পথে ট্রেন চলাচল ব্যহত। একাধিক ট্রেন ঘুরপথে চলছে। রেল পুলিশ পরিদর্শক দীনেশ কুমার জানান, লাইন পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ চলছে। তদন্ত শুরু করেছে রেল।