
বাবলু প্রামাণিক,দক্ষিণ চব্বিশ পরগনা:অজানা জন্তুর কামড়ে আহত সাতটি গ্রামের প্রায় কুড়ি জন মানুষ।ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোকর্ণী পঞ্চায়েত এলাকায় । জন্তুটিকে কেউ বলছে হায়না কেউ বলছে শিয়াল ।তবে এলাকার লোকজন ঘিরে ফেলে ওই বন্য জন্তুটি কে মেরে ফেলেছে বলে জানা গেছে।
আহতদের স্থানীয় মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।