
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন প্রার্থীরা। অধিকারীদের খাস তালুকে জোরকদমে ভোট প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল, মথুরা, সাউথখন্ড, পঁচেট ও খাড় অঞ্চলে ভোট প্রচারে নেমে পড়েছেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। এদিন তিনি বাইক চালিয়ে ও তাঁর বাইক বাহিনীকে সঙ্গে নিয়েই গোটা পটাশপুর বিধানসভা এলাকায় জনসংযোগ করেন। জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের আশীর্বাদও নেন উত্তম বারিক। এরপরে মথুরা ও সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন কর্মীসভায় যোগ দেন। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বলে জানালেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক।
উল্লেখ্য, প্রচারে খামতি রাখছেন না বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীও। কোমর বেঁধে প্রচার সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। প্রচারপর্বে একে অপরকে জোর টক্কার দিলেও কাঁথি লোকসভা কেন্দ্রে শেষ হাসি হাসবে কে, উত্তম বারিক না কি সৌমেন্দু অধিকারী! তা বলবে সময়।