
নিজস্ব সংবাদদাতা : আবারও উত্তরপ্রদেশ এ ধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটে গেল। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বারাণসী এবং কাসগঞ্জের গণধর্ষণের ঘটনার তদন্ত চলছে। গত ৪ এপ্রিল বারাণসীর গণধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ প্রাধনমন্ত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থার নির্দেশ দেন রাজ্য প্রশাসনকে। তার মধ্যেই ফের ধর্ষণের ঘটনা ঘটল যোগী রাজ্যে। বুধবার সকালে বছর এগারোর এক প্রতিবন্ধী কিশোরীকে রামপুর জেলার একটি মাঠ থেকে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ।
সুত্রের খবর, মঙ্গলবার সন্ধে থেকেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোক খোঁজাখুঁজি করেও কোন খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠের মধ্যে কিশোরীকে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারপর স্থানীয় পুলিশকে বিষয়টা জানানো হয়। পুলিশ এসে লক্ষ্য করে তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। এছাড়াও মুখে ভারী এবং ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। ফলে মুখে গভীর ক্ষত পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মেয়েটিকে প্রথম উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের অবনতি হওয়ার জন্য মেরঠে স্থানান্তর করা হয় তাকে। মেরঠ হাসপাতালের চিকিৎসক অঞ্জু সিংহ এক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এটি স্পষ্ট ধর্ষণের ঘটনা। কিশোরীর যৌনাঙ্গের আঘাত থেকে অনুমান করা হচ্ছে এক জন বা তার বেশি লোক জড়িত থাকতে পারেন। কিশোরীর মুখে ভোঁতা জিনিস দিয়ে আঘাত করায় মুখ ফুলে গিয়েছে। অত্যন্ত আতঙ্কে রয়েছে কিশোরী।’’ তাঁর কথায়, ‘‘এ রকম ভয়ঙ্কর ঘটনা আগে কখনও দেখিনি।’’
ঘটনায় পকসো আইনে এফ আই আর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের জন্যই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল। তবে সেই ফুটেজ দেখেই পুলিশ অভিযুক্ত যুবককে চিহ্নিত করে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ওই যুবক। অন্য দিক থেকেও পুলিশ পাল্টা গুলি করে, সেইগুলি অভিযুক্তের পায়ে লাগে। শেষমেষ পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত।
রামপুরের পুলিশ সুপার বিদ্যাসাগর মিশ্র জানিয়েছেন, কিশোরীর মা পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন যে, তাঁর কন্যা কথা বলতে পারে না, কানেও শোনে না। তবে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে, অভিযুক্ত যুবক কিশোরীর সঙ্গে কথা বলছেন তার বাড়ির সামনে। পরে ওই কিশোরীকে অভিযুক্ত যুবকের সঙ্গে যেতে দেখা গিয়েছে।