
নিজেস্ব প্রতিনিধিঃ শুক্রবার একাদশ জ্যোতির্লিঙ্গ কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হল ভক্তদের জন্য৷ সকালে ৭টা ১৫ মিনিটে বৈদিক মন্ত্রের সুরে ভক্তদের কেদারনাথ মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হয় ৷ যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দিরের দ্বার খুলেছে সকাল ১০টায় ৷ আগামী ১২ মে খুলবে বদ্রীনাথের মন্দিরের দরজা ৷
অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে শুরু হল চারধাম যাত্রা৷ বছরের মধ্যে ছয় মাস বন্ধ থাকার পর প্রতিবছর অক্ষয় তৃতীয়ার পরে কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয় তীর্থযাত্রীদের জন্য৷ শুক্রবার সকালে খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা। সকাল ৭টা ১৫ নাগাদ ভক্তদের জন্য বৈদিক মন্ত্রের সঙ্গে দর্শনের জন্য বাবা কেদারের দরজা খুলে দেওয়া হয়। এই সময় সমগ্র কেদারপুরী ‘ব্যোম-ব্যোম ভোলে’, ‘জয় বাবা কেদার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ২৪ কুইন্ট্যাল ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো মন্দির ৷ শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ, কেদারনাথ রাওয়াল ভীমাশঙ্কর লিঙ্গ, প্রধান পুরোহিত শিব শঙ্কর লিঙ্গ, প্রশাসন, বিকেটিসি কর্মকর্তা এবং শতাধিক তীর্থযাত্রীর উপস্থিতিতে দরজা খুলে দেন ৷ পুণ্যার্থীদের কেদারনাথ ধামে আসার জন্য স্বাগত জানিয়ে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “চারধাম যাত্রা 2024-এ শ্রী কেদারনাথ ধামে সমস্ত ভক্তদের আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি ৷”