
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর প্রদেশের হাথরাসে দলিত কিশোরীর গণধর্ষণ ও খুন সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে প্রতিবেদন করার জন্য ঘটনাস্থলে যাওয়ার ‘অপরাধে’ সিদ্দিক কাপ্পানের নামে অভিযোগ দায়ের হয়। পুলিশের দাবি ছিল হাথরসে কাপ্পানের যাওয়ার ফলে অস্থির পরস্থিতি তৈরি হয়। তার বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা করে পুলিশ । তার বিরুদ্ধে আরও অভিযোগ তোলা হয়েছিল পিপলস ফ্রন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে টাকা নিতেন তিনি । বেশ কিছুদিন এই ঘটনায় জেলও খেতেছেন তিনি।। এই ঘটনা ভারতে সংবাদমাধ্যম তথা সাংবাদিকের স্বাধীনতা নিয়ে এক বড়ো প্রশ্নচিহ্ন তুলে ধরেছিল। সংবাদপত্রের স্বাধীনতার বৈশ্বিক তালিকায় ভারত এখন ১৬২ নম্বরে দাঁড়িয়ে। সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন ও হুমকির মুখেও সাংবাদিকদের সাহসী লড়াইকে নিয়েই পিপল্স ফিল্ম কালেকটিভের পক্ষ থেকে আগামী ১৬ই জুলাই রবিবার, হাজরার সুজাতা সদনে, বিকেল সাড়ে ৫টা থেকে ‘নিউজ ম্যাটারস’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মুখ্য বক্তা সাংবাদিক সিদ্দিক কাপ্পান। বলবেন তাঁর অভিজ্ঞতা নিয়ে এবং সংবাদের স্বাধীনতার লড়াই নিয়ে। এদিন দেখানো হবে সুস্মিত ঘোষ ও রিন্টু থমাসের তৈরি বহু-পুরস্কৃত তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’। নানা বাধাবিপত্তির মুখে দাঁড়িয়ে বুন্দেলখন্ডের দলিত মহিলা সাংবাদিকদের দ্বারা পরিচালিত সংবাদপত্র ও ডিজিটাল সংবাদমাধ্যম ‘খবর লহরিয়া’র যাত্রাপথের গল্প নিপুণতার সাথে জায়গা করে নিয়েছে এই ছবিতে। ছবিটি অস্কারের বেস্ট ফিচার ডকুমেন্টারি বিভাগে ভারত থেকে প্রথমবার নমিনেশন পায়, এবং পিবডি পুরস্কার তথা সানডান্স চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে জুরি পুরস্কার ও দর্শক পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানে প্রবেশ অবাধ।