
ওঙ্কার ডেস্ক- ‘ফুল ফুটুক বা নাই ফুটুক আজ বসন্ত’ কারণ চলছে প্রেমের সপ্তাহ। আজ ১৩ ফেব্রুয়ারি চুম্বন দিবস। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই ভ্যালেনটাইন্স উইক। রোজ ডে, প্রমিস ডে, টেডি ডেসহ আরও দিনক্ষণ রয়েছে এই সপ্তাহ জুড়ে। এই সপ্তাহ নিয়ে যাদের সব থেকে বেশি উৎসাহ তা হল কাপল এবং প্রেমিক-প্রেমিকাদের। নিজের প্রিয় মানুষকে আরও বেশি করে ভালোবাসা জানানোর জন্য এই সময়ের অপেক্ষাতেও থাকেন অনেকেই। তবে এ বিষয়ে ভিন্ন মতামত থাকতে পারে।
ভ্যালেনটাইন্স ডে’র আগের দিনই হল কিস ডে বা চুম্বন দিবস। এই চুম্বন দিবসের আলাদা আকর্ষণ রয়েছে। মুলত নিজের সঙ্গীকে সম্পর্কের ঘনিষ্ঠতা বা ভালোবাসা জানান দিতে এই কিস ডে পালন করা হয়। দার্শনিকরা বলেন, ভালোবাসা হল ফুটন্ত ফুল, যার সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে। আর এই রোমান্টিক সপ্তাহের মাঝে বিশেষ করে আমাদের হৃদয়ে ঝড় তোলে কিস ডে বা চুম্বনের দিন। চুম্বনের মাধ্যমে যুগলরা একে অপরের প্রতি ভালোবাসা,বিশ্বাস,ঘনিষ্ঠতাকে আলাদা মাত্রা দেয়।
চুম্বনের আলাদা অর্থ ছিল, প্রাচীন রোমে। যার মধ্যে অসকুলাম ছিল বন্ধুত্বের বার্তা দেওয়ার জন্য চিবুকে চুম্বন করা, বাসিয়াম হল রোমান্টিক চুম্বন, এবং সাভিয়াম হল প্রেমিকের জন্য জমিয়া রাখা আবেগভরা চুম্বন। প্রতিবছর আন্তর্জাতিক চুম্বন দিবস পালন করা হয় ৬ই জুলাই। এই মর্যাদাপূর্ণ দিনটি ক্রমশ বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে।