
প্রতীতি ঘোষ,ভাটপাড়া: শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। ফের কর্মহীন হয়ে পড়লেন প্রায় পাঁচ হাজার শ্রমিক।জুটমিল শ্রমিকদের উপর অতিরিক্ত কাজের চাপ বাড়ানোর জন্য বুধবার বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। এর আগে ও শ্রমিক মালিক অসন্তোষে একাধিকবার বন্ধ হয়েছে এই জুট মিল। তবে গত ২৭ সেপ্টেম্বর মিল পুনরায় চালু হয়। কিন্তু পয়লা নভেম্বর আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি। ফের অতিরিক্ত কাজের চাপ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা আজ আচমকা বন্ধ করে দেয় ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। ফলে ফের কর্মহীন হয়ে পড়েন পাঁচ হাজারেরও বেশি শ্রমিক।
উত্তপ্ত পরিস্থিতি ঠেকাতে জুট মিলের সামনে মোতায়েন করা হয়েছে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার স্থলে উপস্থিত হয়েছিলেন এসিপি জগদ্দল শান্ত ব্রতচন্দ। মুল গেটের সামনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।