
সুকান্ত চট্টোপাধ্যায়,উত্তর চব্বিশ পরগনা: নিম্নচাপের জেরে চলা টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে সবজি বাগান গুলিতে জল জমে গেছিল। কিন্তু তারপর সূর্যের আলো দেখা দিতেই গাছের গোড়ায় পচন দেখা গেছে । আর সঙ্গে সঙ্গে এক লাফে বেড়ে গেছে সবজির দাম। এই অবস্থায় ফোড়ে দালালদের কালোবাজারি বাড়তে দেখা গেলেও , ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা।উত্তর ২৪ পরগনার বসিরহাটের দশটি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে সবজি থেকে বিভিন্ন ফসলের চাষ হয়েছিল এবং ফলনও হয়েছিল চোখে পড়ার মত। কিন্তু লাগাতার বৃষ্টির ফলে পচতে শুরু করেছে কাঁচা লঙ্কা, ওল, ফুলকপি,বাঁধাকপি,বরবটি, ঢ্যাড়শ, কাঁকরোল, উচ্ছে, গাঁজর, বিট, পেঁপে, কাঁচ কলা সহ একাধিক ফসল।এর ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা।অবশ্য মহকুমা কৃষি আধিকারিক রা জানিয়েছেন কৃষি ঋণ মুকুব করা যায় কিনা সে বিষয়টি ভেবে দেখছে সরকার। পাশাপাশি কৃষি বীমা যাদের রয়েছে তারা এমনিতেই ক্ষতিপূরণ পাবেন, যারা কৃষি বীমার আওতায় আসতে পারেননি তাদের কথাও ভেবে দেখছে সরকার।