
বহুতল আবাসনে বিধ্বংসী আগুন। ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের ঘটনা। বুধবার সকালে ভিয়েতনামের সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি নয়তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আগুন লাগে। ওই আবাসনে ৪৫টি পরিবারের বাস। ঘটনার সময় বেশিরভাগ মানুষই ঘরে ছিলেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।