
নিজস্ব প্রতিনিধিঃ উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ না দিয়ে বিপুল কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে ‘Washington Post’-এর সাংবাদিক ও সংবাদ প্রকাশনা বিভাগ কর্মীরা ধর্মঘট শুরু করলেন। এর ফলে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ। তবে ওয়েব সংস্করণ চলছে।
ধর্মঘটিরা জানিয়েছেন একদিনের এই সাংবাদিক ধর্মঘট প্রতীকি। ভবিষ্যতে আরও বড় ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তার। অভিযোগ, আমাজনের মালিক ওয়াশিংটন পোস্ট সংবাদ প্রতিষ্ঠানে আমাজনের সংস্কৃতি ‘নিংড়ে নিয়ে ছুঁড়ে ফেল’চালু করেছে। প্রসঙ্গত, এর আগে ১৯৭৫-৭৬ সালে ওয়াশিংটন পোস্টের প্রেসের কর্মীরা টানা ২০ সপ্তাহ ধর্মঘট করেছিলেন। উল্লেখ্য, ওয়াশিংটন পোস্ট থেকে গত বছরে ছাঁটাই করা হয়েছিল ৪০ জনকে। এবার আরও ৯৪০ জনকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এই সংবাদ প্রতিষ্ঠানটি আমাজনের মালিক জেফ বেজোসের হাতে চলে যেতেই সাংবাদিক ছাঁটাই শুরু হয় বলে অভিযোগ।