
ওঙ্কার ডেস্ক:দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার একমাএ আইসিডিএস অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্রের নলকূপটি প্রায় দুমাস ধরে অচল,।প্রশাসন গ্রাম পঞ্চায়েত কে জানিয়েও কোন কাজের কাজ হচ্ছে না। সমস্যায় ছাত্র-ছাত্রী অভিভাবক স্কুলের শিক্ষিকারা। অভিযোগ প্রায় গত দুমাস আগেএই আইসিডিএস সেন্টারের নলকুপটির জল প্রচন্ড দুর্গন্ধ বার হতে শুরু করেছে, যার ফলে আইসিডিএস সেন্টারে শিশুদের জল আনতে হচ্ছে বাইরে থেকে, এমনকি রান্নার জল আনতে হচ্ছে বেশ কিছুটা দূর থেকে। এই সমস্যার সমাধানের জন্য বহু জায়গায় জানিও কোন কাজ হচ্ছে না। তবে পঞ্চায়েত সদস্যের দাবি এই ব্যাপারে প্রধান ও আইসিডিএস আধিকারিক সিডিপিও কে জানিয়েছেন
আশা করি অতি সত্বর কাজ হবে।
নলকূপ দ্রুত সারাইয়ের দাবিতে ইতি মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামবাসীরা। সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।