
নিজস্ব প্রতিনিধিঃ সোমবার রাজ্যে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন। রবিবার বিকালে জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভোট হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। তবে কত বুথে ফের ভোটগ্রহণ হবে তা বলতে পারেননি কমিশনার। তিনি বলেন, এখনো সমস্ত জেলা থেকে রিপোর্ট পাইনি। রিপোর্ট পেলে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব।
শনিবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে সময় সন্ত্রাস, ভোট লুট, ছাপ্পা দেখেছে রাজ্যবাসী। রাজ্যে অন্তত দশ হাজার বুথে পুনর্নির্বাচন দাবি করেছে বিজেপি। পুনর্নির্বাচনের দাবি করেছে বাম কংগ্রেস, কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার রাজ্যে হবে পঞ্চায়েতের পুনর্নির্বাচন। রবিবার বিকেলে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে কত বুথে পুনর্নির্বাচন হবে তা জানাতে পারেননি তিনি নির্বাচন কমিশনার। পুনর্নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে বলে জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনার রাজীব সিনহা আরও জানান শনিবার রাজ্যে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। যার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। সেখানে ভোটদানের হার ৮৪.৭৯ শতাংশ।