
বাবলু শীল, ভাঙড়ঃ ভাঙড়ের বামনঘাটা অঞ্চলের জেলা পরিষদ আসনের শাসক দলের প্রার্থী হয়েছেন ভাঙড়ের “তাজা নেতা” আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম। কিন্তু দেয়াল লিখনে হাকিমুল এর জায়গায় দেওয়াল লেখা হয়েছে ‘হাকমুল’। ঠিক করে দিলেন বাম কর্মী।
ভাঙড়। নিন্দুকেরা বলেন যেখানের বাতাস দখল করে থাকে বারুদের গন্ধ। যেখানে কান পাতলেই শোনা যায় বোমা গুলির শব্দ। নিন্দুকেদের দাবি ব্যতিক্রম হয়নি চলতি পঞ্চায়েত নির্বাচনে। মনোনয়ন পত্র দাখিলকে ঘিরে মুড়ি মুড়কীর মত বোমা পড়েছে ভাঙড়ে। চলেছে গুলি। রক্তে ভিজেছে ভাঙড়ে মাটি। সরকারি সূত্রে মৃত্যু হয়েছে তিন জনের। সোমবার সকালে সেই ভাঙড়ে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি।
এবার ভাঙড়ের বামনঘাটা অঞ্চলের জেলা পরিষদ আসনের শাসক দলের প্রার্থী হয়েছেন ভাঙড়ের “তাজা নেতা” আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম। তাঁর নির্বাচনী এলাকা জুড়ে দেয়াল লিখন করেছেন হাকিমুল। কিন্তু হাকিমুল এর জায়গায় দেওয়াল লেখা হয়েছে ‘হাকমুল’। এত দিন বিষয় টি নজরে আসেনি আরাবুল, হাকিমুল, জুলফিকার, কাইজার কিমবা অহেদ আলীর মত ভাঙড়ের ডাক সাইটে তৃণমূল নেতাদের। কিন্তু নজর এড়ায়নি এলাকার সিপিআইএম কর্মীদের। এদিন সকালে জনৈক বাম কর্মী নিজেই লাল রঙ দিয়ে ‘হাকমুল’কে হাকিমুল করে দিলেন। হাকিমুলের কানে খবর পৌছতে দেড়ি হয়নি। তিনি সকলকে কমরেডদের পাশে থাকার আবেদনে এবং ভোট দেওয়ার অনুরোধ করেন।
আর যেই বাম কর্মী তৃণমূলের দেয়াল লিখন সংশোধন করে দিলেন, তাঁর ছোট্ট উত্তর ভুল ছিল ঠিক করে দিলাম। আদর্শ বা শিরদাঁড়া বিক্রি করিনি। সিপিআইএম এ আছি সিপিআইএম থাকব, সিপিআইএম কেই ভোট দেব।