
অমিত দাস, কলকাতাঃ পঞ্চায়েত নির্বাচনে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে অর্ধেক রাজ্য পুলিশ ও অর্ধেক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিরাপত্তা দেখার দায়িত্বে থাকবেন আইজি বিএসএফের একজন নোডাল অফিসার। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে ভোটকেন্দ্রে পোলিং অফিসারদের নিরাপত্তার দাবিতে মামলা করেছিল শিক্ষকদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। ভোটকর্মীদের নিরাপত্তার কথা ভেবে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে আদালতে আরজি জানিয়েছিল তারা। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ মামলার শুনানি হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে অর্ধেক রাজ্য পুলিশ ও অর্ধেক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেবে। মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, আদালতের নির্দেশ বাহিনী ভাগাভাগি ও নিরাপত্তার বিষয়টির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বিএসএফের আইজি। তাঁকেই সবপক্ষের সঙ্গে আলোচনার ভার দিয়েছে আদালত।
সোমবার নির্বাচন কমিশন আদালতে জানিয়েছিল, প্রতি বুথে সশস্ত্র বাহিনী থাকবে। বাহিনীর মধ্যে ভাগাভাগি করা হচ্ছে না। মামলাকারীদের অভিযোগ ছিল, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে না কমিশন। এদিন আদালতে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে কাজ করছে। রাজ্য সরকার দাবি করেছিল, ৭০% থাকবে রাজ্য পুলিশ। বাকি ৩০% থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সেই আবেদন এদিন খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের রায়ে খুশি শিক্ষকদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। ঐতিহাসিক রায় বলে ব্যখ্যা দিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের অহ্বায়ক ভাস্কর ঘোষ।
কেন্দ্রের হিসেব অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনীর প্রায় ৬০ হাজার জওয়ান আসছে রাজ্যে। প্রায় ৭০ হাজার রাজ্য পুলিশ থাকবে। তাই সেক্ষেত্রে ৫০-৫০ অনুপাতে ব্যবহার করা যেতে পারে বলে প্রস্তাব দেন কেন্দ্রের আইনজীবী। সেই প্রস্তাবকে মান্যতা দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।