
অরূপ পোদ্দার, নিউ জলপাইগুড়িঃ পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়িতে ভোট প্রচারে গিয়ে ফের তৃণমূলকে নিশান করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূল ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনারকে তৃণমূলের দলদাস বলে কটাক্ষ করেন সুকান্ত।
পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের অবস্থা একই সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূল ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। রাজনীতিতে NCP নেতা শরৎ পাওয়ারের মেয়ের প্রসঙ্গে টেনে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সোমবার সকালে বীরভুম থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি। সেখানে স্টেশনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে এক হাত নেন। সুকান্ত বলেন “রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন দুটোই দলদাসে পরিণত হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন যে রাজ্য পুলিশকে দিয়ে নির্বাচনের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং স্পর্শকাতর বুধ গুলির বাইরে কেন্দ্রীয় বাহিনীর রাখার কথা জানিয়েছেন তার বিরুদ্ধে এবার আদালতে দ্বারস্থ হচ্ছে বিজেপি। তিনি বলেন আদালতের মাধ্যমেই এই সমস্যা একমাত্র সমাধান করা সম্ভব হবে”। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, নির্বাচনী জনসভা করতে ধুপগুড়ির উদ্দেশ্যে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।