
তামসী রায়প্রধান, ওঙ্কারঃ শীতের মরশুমে ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গের জেলায় জেলায়। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা একধাক্কায় বাড়তে পারে। একইসঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে।
শীতল হিমেল বাতস নয়, বঙ্গে এবার দপট দেখাবে পূবালী হাওয়া। যার ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একধাক্কায় বাড়তে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। মৌসম ভবন সূত্রে খবর, সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা থাকবে আকাশ। কমবে শীতের আমেজ । মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টিপাত। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তবে শীতের আমেজ বিরাজ করবে উওর বঙ্গে।
মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে সিকিমে তুষারপাতের প্রবল সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতেও তুষারপাত হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকেই বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকাগুলিতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে অলিপুর হাওয়া অফিস সূত্রে খবর।
মৌসম ভবন সূত্রে খবর, শহর কলকাতার তাপমাত্রা বাড়তে শুরু করবে মঙ্গলবার থেকেই। বুধ ও বৃহস্পতিবার তিলোত্তমায় হতে পারে হালকা বৃষ্টিপাত। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা।