
শঙ্কর সেন গুপ্ত,আলিপুর দুয়ারঃ বৃষ্টির জন্য অপেক্ষার অবসান। দীর্ঘ চার মাস বাদে বৃষ্টি এলো ঝমঝমিয়ে। হিমেল বাতাস বইছে বক্সার জঙ্গলে। মঙ্গলবার রাত ভর বর্ষন আলিপুরদুয়ার জেলায়।
সঙ্গে ঝড়ো হাওয়ায় নতুন করে আবার হিমেল বাতাবরণ তৈরি হলো সমগ্র কালজানি পাড়ের জনপদে। অনবরত ঝিরঝিরে বৃষ্টি অবশ্যই এ বৃষ্টি খুশির বৃষ্টি এই বৃষ্টি আনন্দের বারিধারা।
শুধুমাত্র আলিপুরদুয়ার নয়, বৃষ্টি হচ্ছে উত্তর ও দক্ষিণ বঙ্গে। বরফ পড়েছে দার্জিলিং এ।