
শেখ চিকু, কলকাতাঃ মঙ্গলের সকাল থেকে যেন গরমে আরও বেশি হাঁসফাঁস করছে বঙ্গবাসী। মৌসম ভবনের পূর্বাভাস, মে মাসের গোড়ায়ও তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পাবে না দক্ষিণবঙ্গের জেলাগুলি।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়।
শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই। উত্তরের তিস্তাবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমের পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং এবং কালিম্পং তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশী। তবে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।