
ওঙ্কার ডেস্ক: টানা বৃষ্টির পর ফের বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকেই আবহাওয়া বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের। ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ, বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত বেশকয়েকদিন টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে চলতি সপ্তাহের শেষের দিকেই ফের বদলাতে পারে আবহাওয়া বলেই পূর্বাভাস। বৃহস্পতি থেকে আগামী রবিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায়, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তবে সোমবার থেকে আবারও আবহাওয়ার বদলের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে মালদহের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। যার কারণে মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী একসপ্তাহে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।