
ওঙ্কার ডেস্ক: রবিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই একটানা বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় চলবে ভারীবৃষ্টি । আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ।
উত্তরবঙ্গেও সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।