
পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই আবারো নামলো পারদ। একদিনে প্রায় আড়াই ডিগ্রি নামল তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, জমিয়ে শীত পড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। তবে আবারো রবিবার থেকে বাড়বে তাপমাত্রা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।