
শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরের শালবনীর ১০ নম্বর ব্লকের কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের তৃনমূল উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্তী ফিরিয়ে দিলেন নিজের নামে থাকা আবাস যোজনার বাড়ি।তিনি জানিয়েছেন, আমার থেকেও অনেক গরিব মানুষ আছেন যাদের প্রকৃতই বাড়ির প্রয়োজন ,তাদের আগে বাড়ির প্রয়োজন । এটাই ফিরিয়ে নেওয়ার মূল কারণ বলে জানা যাচ্ছে। আধিকারিকদের পাশাপাশি তিনিও লিখিত আকারে জমা করেছেন আবাস যোজনায় বাড়ি ফিরিয়ে নেওয়ার আবেদন। কিন্তু সবকিছুর পরে প্রশ্ন একটাই নিজের পাকা বাড়ি থাকা সত্তেও আবাস যোজনায় আবেদনে নাম নতিভুক্তই বা কেন করিয়েছিলেন তিনি? আবেদন জমা দেওয়ার আগে কেন মনে পরেনি বাকি প্রাপ্য ব্যাক্তিদের মাথার ছাদের কথা? কিছুদিন আগেই পূর্বমেদিনীপুরের এগরায় তৃনমূল কাউন্সিলরের পাকা বাড়ি থাকা সত্তেও আবাস যোজনায় আবেদনের কথা শোনা গেছিল এবারও সেই মেদিনীপুর। ক্রমাগত আবাস যোজনার দুর্নীতিতে জনগণের ভরসা হারাচ্ছে প্রশাসন।