
সায়ন মাইতি,পশ্চিম মেদিনীপুর : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চা কেন্দ্র ও সংগ্রহশালার উদ্যোগে পটচিত্র শিল্পীদের নিয়ে শুরু হল এক ২০ দিন ব্যাপী কর্মশালা। পশ্চিম মেদিনীপুরের পিংলায় অবস্থিত নয়া গ্রামের পটুয়া শিল্প আজ বিশ্বখ্যাত। এই গ্রামের চিত্রকারদের এক সংগঠনকে সাথে নিয়ে পিংলায় উদ্বোধন করা হল Product & Design and Sensitization Workshop। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক তপন কুমার দে , আদিবাসী চর্চা কেন্দ্র ও সংগ্রহশালার কর্ণধার, নৃতত্ত্বের অধ্যাপক ডঃ সুমহান বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডঃ ইয়াসিন খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাঙ্কের এ.জি.এম অনিরুদ্ধ বড়ুয়া , চিত্রতরু সংগঠনের সেক্রেটারি মন্টু চিত্রকর। অধ্যাপক তপন কুমার দে চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বাংলার পটের ধারাকে অক্ষুণ্ণ রেখে নকশার বহুমুখীকরণ সম্পর্কে বক্তব্য রাখেন। এরপর উপস্থিত চিত্রকারদের নকশা ও নকশার উপাদান তথা কৌশল, শিল্প ও নকশার অন্তরায় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু জানা, ছাবিন্দার পাঞ্চাল, অরিন্দম দেবনাথ, কাঞ্চন রায় কাঞ্জিলাল এবং সুস্মিতা ঘোষ প্রমুখ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গবেষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবজ্যোতি পাত্র, সুমন মাইতি, সারিধরম বাস্কে, তরুণ সামন্ত সহ আরো কিছু জন। এই কর্মসূচীর প্রথম ভাগ চলবে ৮ই নভেম্বর পর্যন্ত ও দ্বিতীয় ভাগ আয়োজিত হবে ১৮ই নভেম্বর থেকে ২৭শে ডিসেম্বর অবধি। মোট ২০ দিন ব্যাপী এই কর্মশালার প্রধান উদ্দেশ্য মূলত বঙ্গীয় পটচিত্রের উৎপাদিত সামগ্রী ও নকশার বহুমুখীকরণ।