
স্পোর্টস ডেস্ক : আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন লিগে দলগুলির প্রথম একাদশে নুন্যতম চারজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক করা হল। বুধবার আইএফএ অফিসে প্রিমিয়ার ডিভিশনের দলগুলির প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে মিলিত হন আইএফএ পদাধিকারীরা। এই বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকে প্রিমিয়ার ডিভিশন থেকে যে দুটি দল পয়েন্টের বিচারে সবার নিচে থাকবে সেই দুটি দলের অবনমনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে ক্লাব প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ ও নজরুল ইসলাম।