
শেখ এরশাদ, কলকাতাঃ আগুন লেগেছে বাজারে। টমটে থেকে উচ্ছে পটল থেকে কাঁচা লঙ্কা, আদা সব আনাজপাতি শাক সবজীর দান বেড়েছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস। সোমবার ভবানীপুরে বিক্ষোভ কর্মসূচী পালন করে তাঁরা।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে হাত দিলেই হাতে লাগছে ছেঁকা। টমেট থেকে আদা, পটল থেকে কাঁচা লঙ্কা মূল্যবৃদ্ধির তালিকায় সব আনাজপাতি শাক সবজী। অভিযোগ চলছে কালোবাজারি। এবার মূল্যবৃদ্ধি এবং কালোবাজারির বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। সোমবার ভবানীপুর জগুবাবুর বাজারের গেটে বিক্ষোভ কর্মসূচী পালন করলো দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা। দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, এই অগ্নিমূল্যের বাজারে মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। তাঁর অভিযোগ, সব লুঠ করতে ব্যস্ত। ইডি সিবিআইয়ের ধরপাকড়, পঞ্চায়েতে নির্বাচনের সন্ত্রাসের ছবির আড়ালে মানুষের মূল দরকারি সমস্যা চাপা পড়ে যাচ্ছে ।
আনাজের দাম নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে টাস্ক ফোর্স কমিটি তৈরি করেছিলেন। সেই কমিটি গঠনের উদ্দেশ্য ছিল, হঠাৎ আনাজ-সব্জির দাম বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা। শনিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে সেই টাস্ক ফোর্স বৈঠকে বসে। শনিবার থেকে টোম্যাটো, করলা, পটল, বেগুন, ঢেঁড়সের মতো আনাজের সুফল বাংলা বিপণিতে অন্তত ২০-২৫ শতাংশ কম দামে বিকোবে। কিন্তু খোলা বাজারের অবস্থা বদলায়নি সোমবারও।