
নিজস্ব প্রতিনিধিঃ ইডির দফতরে হাজিরা দিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের দেওয়া চার্জশিটে একাধিক কনস্ট্রাকশন কোম্পানির নাম রয়েছে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি টাকা গিয়েছে নেওটিয়া সংস্থাতেও।
মঙ্গলবার সকালে ইডির দফতরে শিল্পপতি হর্ষ নেওটিয়া। শিল্পপতি হাজির হন সিজিও কমপ্লেক্সে। হাজিরা দিয়ে বাইরে এসে নেওটিয়া জানান, ‘আমাকে তলব করা হয়েছিল, আমি হাজিরা দিয়ে গেলাম।’ তবে কোন মামলার কারণে তাঁকে তলব করা হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি শিল্পপতি।
প্রসঙ্গত, ২০১৫ সালে সারদা মামলায় নাম জড়িয়ে পরে শিল্পপতি হর্ষ নেওটিয়ার। সে সময় ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া। সূত্রের খবর, এদিন তাঁকে তলব করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলা। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের দেওয়া চার্জশিটে একাধিক কনস্ট্রাকশন কোম্পানির নাম রয়েছে। নিয়োগের কালো টাকা এই কোম্পানিগুলির মাধ্যমে সাদা করা হয়ে থাকতে পারে বলে গোয়েন্দা দের অনুমান। মনে করা হচ্ছে এদিন হর্ষ নেওটিয়াকে ইডি তলব করেছে কোনও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই তথ্য জানতে। তবে ইডির তলব নিয়ে মুখে কুলুপ এঁটেছে শিল্পপতি নিজেই ।