
সোমনাথ মুখোপাধ্যায়ঃ বাংলায় ৫ হাজার কোটির বিনিয়োগ করবে আদিত্য বিড়লা গ্রুপ। তৈরি হবে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। ফেসবুকে সেই বৈঠকের ছবি পোস্ট করলেন খোদ মুখ্যমন্ত্রী।
মমতা পোস্টে ছবি পোষ্ট করে লিখেছেন, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা নবান্নে এসেছিলেন। সৌজন্য সাক্ষাৎ হয়। বাংলায় বাণিজ্যের সুযোগ এবং রাজ্যে তাদের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় ইতিমধ্যে বিড়লা গ্রুপ ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। সিমেন্ট ও রং তৈরির ক্ষেত্রে বিনিয়োগ করেছে আদিত্য বিড়লা গ্রুপ। বাংলায় বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা করছে বিড়লা গ্রুপের বলে পোষ্টে লিখেছেন মুখ্যমন্ত্রী। মমতা আরও লেখেন, “আমরা এ নিয়ে আলোচনা করেছি। তাঁকে জানিয়েছি, আমরা সবক্ষেত্রে সহযোগিতা করব।আরও বিভিন্ন ক্ষেত্রে তারা বিনিয়োগের পরিকল্পনা করছে তাঁরা (আদিত্য বিড়লা গ্রুপ)।”