
অমিত দাস, কলকাতাঃ হকার থাকছে গ্র্যান্ড হোটেলের সামনে। হকার স্বার্থে কলকাতা পুরসভার উদ্যোগে সিলমোহর হাইকোর্টে। হেরিটেজ সৌধ গ্র্যান্ড হোটেল। সামনে থেকে কর্তৃপক্ষ হকার সরাতে চেয়েছিল। এজন্য উপযুক্ত জায়গায় কর্তৃপক্ষকে আবেদন করার পরামর্শ দিল হাইকোর্ট।
পুরসভা, পুলিশ এবং টাউন ভেন্ডিং কমিটি সৌধের সামনে হকারদের বসার জন্য লাইন টেনে দিয়েছে। ফুটপাতের তিন ভাগের দুই ভাগ পথচারীদের জন্য এবং একভাগ হকারদের জন্য বরাদ্দ করা হয়েছে। হকাররা ওই লাইন অতিক্রম করতে পারবেনা। সোমবার পুলিশকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহার।
সৌধের প্রবেশ পথ থেকে দুদিকে ১০ ফুট করে হকার মুক্ত জায়গা রাখা হয়েছে। কর্তৃপক্ষ তা বাড়িয়ে ২২ ফুট করার দাবি জানায়। সৌধ তথা অতিথিদের নিরাপত্তা ও সচ্ছন্দ যাতায়াতের স্বার্থে। এজন্য কমিটির কাছে আবেদন করতে বলেছে হাইকোর্ট। বিদ্যুৎ দফতর জানিয়েছে, সেখানে কোন হকার বিদ্যুৎ চুরি করে না। তাদের বিদ্যুৎ সরবরাহ করার জন্য দুটি মিটার লাগানো হয়েছে।