
ওঙ্কার ডেস্ক: সারাবছর তৃণমূল কংগ্রেসের নেতারা কেন্দ্রের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সরব হন। কখনও ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে, কখনওবা আবাস যোজনার টাকা নিয়ে। সদ্য শেষ হয়েছে সংসদে শীতকালীন অধিবেশন, কিন্তু সেখানে প্রশ্ন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
সংসদে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন বিজেপির সাংসদরা। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে রাজ্যের মোট সাংসদ রয়েছে ৫৫ জন। সংসদের তথ্য বলছে, সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন বিজেপির সাংসদেরা। প্রশ্ন করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর প্রশ্ন তোলার ব্যাপারে পিছিয়ে রয়েছে কংগ্রেস এবং সিপিএম।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়। যা শেষ হয় ২০ ডিসেম্বর। এই সময়পর্বের মধ্যে লোকসভা বসেছে ২০ বার। আর রাজ্যসভা বসেছে ১৯ বার। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন বিজেপির শমীক ভট্টাচার্য। তিনি ৩২টি প্রশ্ন করেছেন।
সংসদ সূত্রের আরও খবর, দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূলের তিনজন রাজ্যসভার সাংসদ। ওই তিনজনের নাম ডেরেক ও’ব্রায়েন, সাকেত গোখলে এবং মহম্মদ নাদিমুল হক। ৩১টি করে প্রশ্ন করেছেন তিন তৃণমূল সাংসদ।
অন্যদিকে, জোড়াফুল শিবিরের তিন রাজ্যসভা সাংসদ এই অধিবেশনে কোনও প্রশ্ন করেননি। সেই তিনজন হলেন সুব্রত বক্সি, মমতাবালা ঠাকুর এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিএমের একমাত্র সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য শীতকালীন অধিবেশনে চারটি প্রশ্ন করেছেন।
লোকসভায় রাজ্যের সব সাংসদদের মধ্যে প্রশ্ন করায় প্রথমে রয়েছেন বিজেপির খগেন মুর্মু। তিনি ২৪টি প্রশ্ন করেছেন। সূত্রের খবর, লোকসভায় প্রশ্ন করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি ২৩টি প্রশ্ন করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় এবং বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ২২টি করে প্রশ্ন করেছেন। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন মোট ১০টি।