
সংবাদদাতাঃ বিমান তখন মাঝ আকাশে। হটাত করেই আসনে রক্তের দাগ দেখে পান এক তরুণী যাত্রী। বিমান সেবিকাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কিন্তু তারপর যা ঘটল তা ভাবতেও পারেননি তিন। তরুণীর অভিযোগ, তাঁকে একটি কাপড় ধরিয়ে দেয় বিমান সেবিকারা। বলা হয়, রক্ত মুছে পরিষ্কার করে দিতে। প্রতিবাদ করেন তিনি, কিন্তু কোনও লাভ হয়নি। শেষমেশ রক্ত পরিষ্কার করতে বাধ্য হন তিনি। তরুণী আরও অভিযোগ, খালি হাতেই তাঁকে রক্ত মুছতে বলা হয়েছিল। বিমানে নিজের এই চরম অভিজ্ঞতার কথা তিনি সমাজমাধ্যমে শেয়ার করেছেন। ঘটনাটি ঘটেছে কানাডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে।