
নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েল-হামাস যুদ্ধে এবার আসরে নেমেছে উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্রের জোগান দিতে চলেছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। এমনটাই দাবি করেছে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিজের সেনা ও প্রশাসনের আধিকারিকদের প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন কিম। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্রের জোগান দেওয়ার কথাও ভাবছেন কিম জং উন। সূত্রের খবর অতীতেও নাকি হামাসকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়েছে পিয়ংইয়ং। ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার ছবিতে জেহাদিদের হাতে উত্তর কোরিয়ার হাতিয়ার দেখা গিয়েছে।