
নিজস্ব প্রতিনিধিঃ কেউ কিনতে চাইছেন না টিপু সুলতানের তরবারি। নিলামে দাম উঠল না এই ঐতিহাসিক হাতিয়ারের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে গভর্নর-জেনারেল চার্লস কর্নওয়ালিশ উপহার হিসেবে মহীশূর শাসকের সাধের তরবারিটি পেয়েছিলেন। বর্তমানে কর্নওয়ালিশ পরিবারের কাছেই রয়েছে টিপুর অস্ত্র। চলতি সপ্তাহে তরবারিটিকে জনপ্রিয় ক্রিস্টির নিলামে তোলা হয়। সেখান ঐতিহাসিক হাতিয়ারটির দাম ১.৮২ মিলিয়ান থেকে ২.৪৩ মিলিয়ান মার্কিন ডলার পর্যন্ত ধার্য করা হয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫.১৮ থেকে ২০.২৬ কোটি টাকা। কোনও সংগ্রহশালা বিপুল অর্থ দিয়ে কিনে নেমে বলে আশা করেছিল নিলাম সংস্থা। কিন্তু বাস্তবে তা হয়নি। আনেকের দাবি অভিশপ্ত বলেই টিপু সুলতানের তরবারি দাম উঠল না নিলামে? ইংল্য়ান্ডের পোর্ট এলিয়ট এলাকায় কান পাতলে শোনা যায় টিপু তরবারি বাড়িতে আনতেই কর্নওয়ালিশের পরিবারে নেমে আসে চরম আর্থিক সংকট। সেই সংকট আজও বহন করছে কর্নওয়ালিশের উত্তরসূরীরা।