
প্রশান্ত দাস,মালদা : পরিস্থিতি সামাল দিতে ইংরেজ বাজার থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ হসপিটালেl জানা গেছে,পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মালদা শহরের মঙ্গল বাড়ির বাসিন্দা সাহিল শেখ রবিবার দুপুরে ভর্তি হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের লোকের অভিযোগ, দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার চিকিৎসা সেভাবে হয়নি। পরিবারের লোকের অভিযোগ, বারবার চিকিৎসার জন্য আবেদন করার পর রবিবার বিকেলে সাহিলকে একটি ইনজেকশন দেওয়া হয়। তারপরই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। কিছুক্ষণের মধ্যেই মারা যায় সাহিল। পরিবারের লোকের অভিযোগ ভুল ইনজেকশন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে।
পরিবারের অভিযোগ, সেইসময় হাসপাতালে কর্তব্যরত যে নার্স ইনজেকশন দিয়েছিল,সে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে হাসপাতালের ভিতরেই বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইংরেজবাজার থানার পুলিশ। যদিও অভিযুক্তের শাস্তির দাবিতে অনড় মৃতের পরিবারের সদস্যরা।