
নিজস্ব সংবাদদাতা,ওঙ্কার বাংলা: জোর কদমে প্রচার চলছে ইয়ারিয়া ২ ছবির। ইয়ারিয়া ছবির সিকুয়েল এটি। এই ছবিতে রয়েছেন দিব্যা খোসলা কুমার, পার্ল ভি পুরি, মিজান জাফরি , যশ দাশগুপ্ত। পুজোর মরশুমে মুক্তি পাবে এই ছবি। সম্প্রতি এই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন দিব্যা খোসলা কুমার ।এদিন ‘সিটি অফ জয়’-এ দিব্যাকে স্বাগত জানান যশ। তাঁরা কালীঘাটে মায়ের মন্দিরে পূজো করতে যান। এর পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ১৩৮ বছরের পুরনো মিষ্টির দোকান থেকে সুস্বাদু মিষ্টি খান দিব্যা। এদিন হলুদ ট্যাক্সিতে চড়তেও দেখা যায় তাঁকে। এটি যশের প্রথম বলিউড ছবি। বলিউডের হিন্দি ছবিতে যশকে দেখতে এখন থেকেই প্রস্তুত বাংলার দর্শকরা। ছবি বক্স অফিসে কতটা সফল হবে তা এই ছবি রিলিজ করার পর বোঝা যাবে, তবে ইতিমধ্যেই যে ইয়ারিয়া ২-এর মুক্তিপ্রাপ্ত গান বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে তা বলা বাহুল্য।