
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লি: মিথ্যে বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় যোগগুরু রামদেবকে তলব করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বেঞ্চ রামদেব ও পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকেও তলব করেছে ।
মিথ্যে বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় যোগগুরু রামদেবকে তলব করল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার মামলায় রামদেব ও পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকেও তলব করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বেঞ্চ।
যোগগুরু রামদেবের সংস্থা ‘পতঞ্জলিকে’ নোটিস দিয়ে জবাব তলব করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নোটিসের কোনও জবাব দেয়নি রামদেবের সংস্থা। আদালত নির্দেশ না মানায় বেজায় ক্ষুব্ধ আদালত। মঙ্গলবার বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বেঞ্চ রামদেব এবং বালকৃষ্ণকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে নিজেদের ওষুধ সম্পর্কে ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ প্রচার করার বিষয়ে গত বছর নভেম্বরে রামদেবের সংস্থা পতঞ্জলিকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট।