
ওঙ্কার ডেস্ক : তৃণমূলের জনগর্জন সভায় বহরমপুর লোকসভা কেন্দ্রে ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর. তিনি বলেছিলেন, ‘মুর্শিদাবাদে এত রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে কেন ভিনরাজ্য থেকে খেলোয়ার আনা হচ্ছে? এভাবে অধীর রঞ্জন চৌধুরীর মোকাবিলা করা যাবে না’.
আর এবার সেই তৃণমূল প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ বিধায়ক. রবিবার ভরতপুর ১ ব্লকের তাল গ্ৰামে ভোটপ্রচারে আসেন ইউসুফ. তাঁর সঙ্গে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর. শুধু যে প্রশংসা করলেন তাই নয়, নির্বাচনে জিতলে ইউসুফ পাঠানকে শহর বহরমপুরে বাড়ি উপহার দেবেন বলে কথাও দিলেন তৃণমূল বিধায়ক !
সভায় হাজির জনতার উদ্দেশে বার্তা দেন ইউসুফও. তিনি বলেন, ‘আমি জিতলে বিধায়ক আমায় বাড়ি দেবেন বলে কথা দিয়েছেন. হুমায়ুন চান আমি এখানেই থাকি. আমি আপনাদের মাঝেই থাকতে চাই. আপনাদের লড়াই আসলে আমার লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই’