
গুপ্তচরবৃত্তির অভিযোগে চলতি বছরের শুরুতে রাশিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচ। এবার মস্কোর একটি আদালত ইভানের আটকের মেয়াদ আরও দুই মাস বাড়িয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত করল। ইভানের বিরুদ্ধে মস্কোর গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইভানের শুনানি হয়েছে আদালতের দরজার বন্ধ করে। আদালতে সাংবাদিক দেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাকে মস্কোর কুখ্যাত লেফোরতোভো কারাগারে রাখা হয়েছে বলে দাবি মার্কিন সংবাদ মাধ্যমের। ইভানের বিরুদ্ধে অভিযোগের প্রকাশ্য কোনও প্রমাণ দেয়নি রাশিয়া বলে অভিযোগ। উল্লেখ্য রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ করার পরে রাশিয়া থেকে সংবাদ সংগ্রহ করছিল ইভান।