
স্পোর্টস ডেস্ক :আইএসএলের ফাইনাল নিয়ে বড় ইঙ্গিত দিল এফএসডিএল।আপাতত যা ইঙ্গিত ৪ মে ফাইনালের আয়োজকে এগিয়ে কলকাতা, গোয়া আর মুম্বই। এদিন এফএসডিএল এক বিবৃতি দিয়ে জানালো।ফাইনালিস্টদের মধ্যে যে লিগ টেবিলের ওপরের দিকে ছিল তাঁদের ঘরের মাঠে হবে ফাইনাল। অর্থাৎ যদি মোহনবাগান ফাইনালে ওঠে, তাহলে প্রতিপক্ষ নির্বিশেষে খেলা হবে কলকাতায়। যদি মোহনবাগান না ওঠে তাহলে বাকি দুই ফাইনালিস্টের মধ্যে যে দল লিগ পর্বে টেবিলের ওপরে দিকে শেষ করেছে, তাঁদের ঘরের মাঠে হবে ফাইনাল। ফলে কলকাতার পাশাপাশি মুম্বই এবং গোয়াতেও ফাইনাল হতে পারে । কারণ প্রথম তিনে শেষ করেছে মোহনবাগান, মুম্বই এবং গোয়া। ভেন্যু চূড়ান্ত হওলে টিকিট বিক্রি শুরু হবে। অর্থাৎ অপেক্ষা ২৮ এপ্রিল অবধি।মঙ্গলবার কলিঙ্গতে প্রথম সেমিতে নামবে মোহনবাগান আর ওড়িশা আর ২৮ এপ্রিল দ্বিতীয় সেমিতে যুবভারতীতে নামবে দুই দল। বুধবার ২৪ এপ্রিল আর ২৯ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়া। এফএসডিএল চাইছে স্টেডিয়াম আইএসএল ফাইনালে ভর্তি যাতে থাকে। গতবার গোয়া থেকে আইএসএল জেতে মোহনবাগান।ফাইনালে হাজির থাকতে পারেন এফএসডিএল চেয়ারপার্সন নীতা আম্বানি।