
স্পোর্টস ডেস্ক :১৩৩ তম ডুরান্ড কাপের শুভারম্ভ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। এদিন রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ডুরান্ড ট্রফির উন্মোচন করা হয়। এরমধ্যে ছিল ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং শিমলা ট্রফি ছিলেন সেনাবাহিনীর কর্তারা।রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু বললেন, ‘গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হল ফুটবল। পেশাদার ফুটবলাররা সবসময় সমর্থকদের আনন্দ দেন। বর্তমানে ২০২৪ ইউরো কাপ গোটা বিশ্ব উপভোগ করছে। প্রত্যেক জায়গায় এটা নিয়েই খবর হচ্ছে। ভারতে খেলাধুলোর উন্নতি আরও কীভাবে করা উচিত, সেটা দেশের শুভানুধ্যায়ীদের ভেবে দেখা দরকার। আশা করি, সবাই এই ডুরান্ড কাপে হাতে হাত মিলিয়ে কাজ করবেন।আগামী ২৭ জুলাই শুরু হবে ১৩৩তম ডুরান্ড কাপ চলবে ৩১ অগস্ট অবধি । কলকাতার পাশাপাশি গত বছরের মতো এ বারও ডুরান্ডের ম্যাচ হবে অসমের কোকরাঝাড়ে আর দুই নতুন শহর জামশেদপুর, শিলংয়েও হবে ম্যাচ । উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল হবে কলকাতার যুবভারতীতেই। এই নিয়ে টানা ৫ বার ডুরান্ড কাপ উদ্বোধন আর ফাইনাল হতে চলেছে কলকাতায়।