
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতা : আগামী ২ মাস কলকাতায় জারি ১৪৪ ধারা। আগামী ২৮ মে থেকে দুমাসের জন্য ১৪৪ ধারা জারি হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার একথা জানান কলকাতার নগরপাল বিনীত গোয়েল। কলকাতায় ‘হিংসাত্মক’ কর্মসূচির ছক! আগামী ২ মাস জারি ১৪৪ ধারা। কলকাতার শান্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে। সম্ভবত কোনও হিংসাত্মক কর্মসূচির ছকও কষা হতে পারে। এই আশঙ্কায় কলকাতায় জারি হতে চলেছে ১৪৪ ধারা। আগামী ২৮ মে থেকে দুমাসের জন্য ১৪৪ ধারা জারি হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে কলকাতার শান্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে। সম্ভবত কোনও হিংসাত্মক কর্মসূচির ছকও কষা হতে পারে। এই আশঙ্কায় কলকাতায় জারি হতে চলেছে ১৪৪ ধারা। যদিও লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি রুটিন অর্ডার।