
স্পোর্টস ডেস্ক : সালটা ১৯৮০। যুবভারতী ক্রীড়াঙ্গন হয়নি। ময়দানের বিভিন্ন মাঠের পাশাপাশি ইডেন গার্ডেন্সে হত ফুটবল। ১৯৮০ সালের ১৬ অগস্ট ইডেনে ছিল বড় ম্যাচ। আবেগের বড় ম্যাচেই বিরাট দুর্ঘটনা হয়। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সেই ম্যাচেও তার অন্যথা ছিল না। কিন্তু মাঠের লড়াইয়ের আঁচ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। ইডেনে সেই দিনটিতে লাখো সমর্থক। ছত্রভঙ্গ পরিস্থিতি। পদপিষ্ঠ হয়ে প্রাণ হারান ১৬জন ফুটবল প্রেমীর। খেলার মাঠে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তারই প্রার্থনা করেন সকলে। ১৯৮১ সাল থেকে এই দিনটিকে ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালন করা হয়। তবে এবারের চমক ছিল সেদিনের ঘটনার বিবরণ আর ভেতরের নানা গল্প নিয়ে ১৬ অগাস্টই সাংবাদিক অর্ঘ্য বন্দোপাধ্যায় এদিন প্রকাশ করলেন তার লেখা বই নিয়তি। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আইএফএ কর্তারা।এই বই নিয়ে লেখক জানালেন, আমি সেই ১৬ জনের পরিবারের সঙ্গে দেখা করে জানতে পারি তাঁদের অনেকের সেদিন খেলা দেখতে যাওয়ার কোনো কথাই ছিল না। কেউ মেয়েকে বলেছিলেন লজেন্স আনতে যাচ্ছি। কেউ বালুরঘাট থেকে বাস চালিয়ে ছেলের ফেরার কথা ছিল। একজন শশুর মশাই দেখতে আসেন কলকাতা সেখান থেকে খেলা দেখতে আসার কোনো কথাই ছিল না। সেইজন্যই নাম নিয়তি। এটাকে উপন্যাসের আকারে এনেছি।সেই সময়ের পুলিশ প্রশাসনের ভুল ছিল দুই দলের সমর্থকদের একই গ্যালারিতে রাখা।সাতের দশকের নকশাল আন্দোলনের ঘটনাও বইতে আছে ভবিষ্যত প্রজন্ম যাতে জানতে পারে।’