
স্পোর্টস ডেস্ক ———–আগামী ক্রিকেট বিশ্বকাপে কোয়ালিফায়ার ১ এবং বাংলাদেশের মধ্যে ২৮ অক্টোবর কলকাতা তার প্রথম ম্যাচ আয়োজন করবে, তারপরে ৩১অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ, ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ১২নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান এবং ১৬ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ইডেনে । তবে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের দিন আছে কালীপুজো সেদিন পুলিশ নিরাপত্তা নিয়ে সংশয় আছে সেই কারণে বিসিসিআইয়ের কাছে স্নেহাশিস অনুরোধ করবেন সেই ম্যাচের দিন পরিবর্তন করার । যেভাবে নবরাত্রির জন্য ১৫ নভেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ ১৪ নভেম্বর করা হচ্ছে। এদিন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, আশা করছি বোর্ড আমাদের অনুরোধ রাখবে। গত কয়েক মাসে বোর্ডের অনেক সাহায্য পেয়েছি। এবারও পাব আশা রাখছি।’ এদিন আইসিসির প্রতিনিধি দল ঘুরে দেখলো ইডেন। প্রায় ৩ ঘন্টা ইডেন পরিদর্শন করলেন আইসিসি কর্তারা। এদিন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানালেন,আইসিসি আমাদের কাজের অগ্রগতিতে খুশি ছিল। তারা স্টেডিয়ামের প্রতিটি কোণ পরিদর্শন করেছে এবং সংস্কারের কাজ নিয়ে প্রশংসা করেছে। তারা নতুন খেলোয়াড়ের ড্রেসিংরুম, হসপিটালিটি বক্স, কর্পোরেট বক্স এবং সম্পন্ন হওয়া কাজ নিয়েও খুশি।’
এরপর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয়বার ইডেনে পরিদর্শনে আসবেন আইসিসি কর্তারা স্নেহাশিস জানালেন
“সেপ্টেম্বরের সময়সীমার আগেই কাজ শেষ করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। নতুন চেহারার ইডেন গার্ডেন্স অবশ্যই দেখার মতো হবে।
আমরা ভাল আতিথেয়তা প্রদান খাবারের কাউন্টার রাখার দিকেও মনোনিবেশ করছি। সামগ্রিকভাবে, এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে যারা ইভেন্টের অংশ হবেন।’
এছাড়াও সিএবি সভাপতি জানালেন, স্টেডিয়ামের প্রধান ইলেকট্রনিক স্কোরবোর্ডটি একটি নতুন চেহারা পাবে এবং একটি দ্বিতীয় ইলেকট্রনিক স্কোরবোর্ডও মাঠে স্থাপন করা হবে।”