
স্পোর্টস ডেস্ক :আগামী অক্টোবর মাসে ভারতে শুরু ক্রিকেট বিশ্বকাপ। ইডেন গার্ডেন্স পেয়েছে সেমিফাইনাল সহ পাঁচটি ম্যাচ। সেই ম্যাচ গুলোর টিকিটের দাম ঠিক করলো সিএবি। যেমন শনিবার ২৮ অক্টোবর বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে সমস্ত আপার টিয়ারের জন্য ৬৫০ টাকা, ডি ও এইচ ব্লকের জন্য ১০০০ টাকা এবং বি, সি, কে ও এল ব্লকের জন্য দেড় হাজার টাকা ।ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচগুলির জন্য টিকিটের দাম: আপার টিয়ারের জন্য ৮০০ টাকা, ডি ও এইচ ব্লকের জন্য ১২০০ টাকা করে, সি ও কে ব্লকের জন্য ২০০০ টাকা এবং বি ও এল ব্লকের জন্য ২২০০ টাকা। এদিন সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত হল। এছাড়া ভারতের ম্যাচ ও সেমিফাইনালের আপার টিয়ারের টিকিটের দাম ৯০০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম ১৫০০ টাকা। সি ও কে ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা। বি ও এল ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার টাকা।
শীঘ্রই আইসিসি অনলাইনে টিকিট ছাড়বে। অফলাইন টিকিটেরও ব্যবস্থা থাকছে।