
নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ নির্বাচনী আচর বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে, খোদ নির্বাচন কমিশনের নাম নিয়ে প্রচারের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভোটের দিন মাইক নিয়ে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানানোর অভিযোগ কলকাতার ২নং ওয়ার্ডের ব্লক সভাপতি সৃজন বসুর বিরুদ্ধে । মাইককে তিনি ঘোষণা করছেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১ নং বোতামে ভোট টিপে ভোট দিতে ঘোষণা করছেন তিনি। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি। তার পাল্টা দাবি,যে ভিডিও সামনে এসেছে তা পুরনো।