
শেখ এরশাদ, কলকাতাঃ লোকসভা ও বিধানসভা উপ নির্বাচনের জয় সাফল্যকে সামনে রেখে এবার ২১ জুলাইয়ের সমাবেশ অন্য আঙ্গিকে নিয়ে যেতে চাইছে তৃণমূল। এই মঞ্চ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কেন্দ্রিক বার্তা উঠে আসবে বলেই রাজনৈতিক মহলের মতামত।
সোমবার উল্টোরথের দিনে খুঁটিপুজোর মধ্যে দিয়ে মঞ্চ বাঁধার কাজ শুরু হল ভিক্টোরিয়া হাউসের সামনে। প্রতিবারের মতো খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা।
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির সঙ্গে আলাদা আবেগ জড়িয়ে থাকে দলের নেতা-কর্মী-সমর্থকদের। গোটা রাজ্য থেকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় ধর্মতলায়। মঞ্চ থেকে দলের কর্মসূচি, নেতা-কর্মীদের প্রতি নির্দেশ জানান দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ২১ জুলাইয়ের সমাবেশের রাজনৈতিক গুরুত্ব হল, লোকসভা নির্বাচনের সাফল্যের একমাস পরেই বৃহৎ কর্মসূচি। তার সঙ্গে যুক্ত হয়েছে চারটি বিধানসভা উপ নির্বাচনে জয়।
তৃণমূল সূত্রে খবর, মূল মঞ্চে ৫৫০ জনের মতো আসনের ব্যবস্থা করা হবে। মূল মঞ্চে সমাজের বিশিষ্টজন, শহিদ পরিবারের মানুষজন, সাংসদ, বিধায়ক ও দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের আসন থাকবে। পাশের মঞ্চে বসবেন রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্যরা। কোন মঞ্চে কারা বসবেন, তার তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে বলে খবর।