
শুভম কর্মকার, বাকুরাঃ রাতের ঘুম উড়েছে জয়পুর জঙ্গল তীরবর্তী এলাকাবাসী ও কৃষকদের। ইতিমধ্যেই ৫২ থেকে ৫৩ টি হাতি জঙ্গলে ঢুকে পড়েছে খাবারের খোঁজে। দেড় মাস আগে ও একবার হাতির দল জমিতে ঢুকে পড়ে, নষ্ট করে দিয়েছিলো অনেক ফসল। এরপর ফের হাতির দল ঢুকে পড়ায় চিন্তায় ও আশঙ্কায় রয়েছে রয়েছেন এলাকাবাসীরা। জানা গেছে, বিষ্ণুপুরের জঙ্গল হয়ে জয়পুরের জঙ্গলে ঢুকে পড়েছে হাতির দল।
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পঞ্চায়েতের মধ্যে পড়ে জয়পুরের জঙ্গলটি। ইতিমধ্যেই বনদফতরের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। চলছে মাইকিংও। বর্তমানে কৃষকরা জমিতে রবিশস্য চাষ করছেন । মাঠের পর মাঠ জুড়ে রয়েছে ধান ও আলু ।এই জমি গুলিতে হাতি ঢুকে ফসল নষ্ট করে দিলে সমস্যায় পড়তে হবে কৃষকদের। বন দফতর থেকে জানানো হয়েছে, শীতকাল হওয়ায় এখন হাতি নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে পড়েছে। বনদপ্তরের নিয়ম অনুযায়ী হাতির জন্য কৃষকদের ফসলের ক্ষতি হলে , ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।