
প্রদীপ কুমার মাইতি,ওঙ্কার বাংলা: লোকসভা নির্বাচনের আগে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শিবিরে চলছে যোগদানের পালা। আর এই পর্বের মধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্ম শিবিরের যোগদানের বিষয়টি। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তমলুকে বিজেপি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তবে ইতিমধ্যে তমলুকের বিভিন্ন প্রান্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জনমানসে জন্ম নিয়েছে নতুন কৌতুহল।