
স্পোর্টস ডেস্ক :—–পড়ে পাওয়ার চোদ্দআনার সুযোগ বাংলার অভিমন্যু ঈশ্বরণের । হটাৎ তলব ঈশ্বরণের। দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ খেলতে ডাক পড়ল এই ওপেনারের।ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে সরে দাঁড়ালেন তার বদলে ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন ঈশ্বরণ।এদিন এক ঈশ্বরণ কলকাতার বাড়ি থেকে বেরোনোর আগে জানালেন,’ভালো লাগছে। যদি সুযোগ আসে কাজে লাগানো চেষ্টা করব।’বিসিসিআই সচিব জয় শাহএকটি বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে বাদ পড়েছেন ঋতুতুরাজ। তাঁর বদলিও ঘোষণা করা হয়েছে। রুতুরাজের বদলে জায়গা পেয়েছেন ঈশ্বরণ।’’ এই প্রথম নয় আগেও ভারতের টেস্ট দলে জায়গা পান। ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তিনি ভারতীয় দলে ছিলেন। কিন্তু প্রথম একাশে সুযোগ হয়নি এবার দেখার তিনি জায়গা পান কিনা। তবে আপাতত রোহিত শর্মা আর শুভমন গিল ওপেন করবেন এটাই ঠিক আছে।আগামী ২৬ ডিসেম্বর শুরু ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। টেস্ট সিরিজ ৩ ম্যাচের।এখনও প্রোটিয়া মাটি থেকে সিরিজ জেতেনি ভারত। এবার বড়ো পরীক্ষা তাঁদের কাছে।দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দল: রোহিত শর্মা , শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অভিমন্যু ঈশ্বরণ , কে এস ভরত (উইকেটরক্ষক), কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ (ভিসি), প্রসিদ্ধ কৃষ্ণ