
ওঙ্কার ডেস্ক: বিহারের নির্বাচনকে মাথায় রেখে এই বাজেট, এমটাই মনে করছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এ বছর বিহারে ভোট, তাই বিহারের জন্য সব কিছু করা হয়েছে। এরা তো নির্বাচনকে মাথায় রেখে বাজেট পেশ করে। সাধারণ, গরিব মানুষের জন্য কিছু করে না। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে রয়েছে বিহারে বিধানসভা ভোট। তার আগে শনিবার পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটের দিকে নজর ছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিহারের জন্য বিশেষ কিছু ঘোষণা হয় নাকি সেদিকে লক্ষ্য ছিল বিরোধীদের। শনিবার সংসদে বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিহারের জন্য একাধিক প্যাকেজ ঘোষণা করেছেন। আর যা নিয়ে সরব হতে শুরু করেছে বিরোধীরা।
শনিবার সংসদে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, বিহারের মানুষের জন্য মাখনা বোর্ড তৈরি করা হবে, যা রাজ্যে মাখনার উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজন বৃদ্ধি করার উদ্দেশ্যে কাজ করব্র। সেই সঙ্গে পটনায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্ষমতা বাড়ানো হবে বলে জানান তিনি। খাদ্য প্রক্রিয়াকরণের জন্য বিহারে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফুড টেকনোলজি, এন্টারপ্রিনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি।